টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার শ্রীলঙ্কাকে হারিয়ে যা বললেন শান্ত

গত মাসে যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারের পর সমালোচনার তুঙ্গে উঠেছিল বাংলাদেশ ক্রিকেট দল। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই টাইগারদের সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠেছিল। সে সব ছাপিয়ে শনিবার (৮ জুন) বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে স্বস্তির জয় পেয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল।

এটিই টি-টোয়েন্টি বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে প্রথম জয়। এর আগে দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে টাইগাররা জয়ের দেখা পায়নি। সবমিলিয়ে ১৭ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১১টি ম্যাচেই শ্রীলঙ্কা জয় পেয়েছে, বিপরীতে টাইগারদের জয় মাত্র ৬টিতে।

ম্যাচ শেষে অফিসিয়াল ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শান্ত বলেন, ‘আমাদের সবার শারীরিক ভাষা দারুণ ছিলো। আমরা আমাদের সামর্থ্যের ১২০% দিয়ে খেলেছি। গত ১০-১৫ দিন ধরে আমরা পরিকল্পনা করছিলাম এবং ফিল্ডাররা সেটা বাস্তবায়ন করেছে।’

রানখরায় ভুগতে থাকা লিটনকে নিয়ে শান্ত বললেন, লিটন আজ তার দক্ষতা দেখিয়েছে। তৌহিদ হৃদয় যেভাবে ব্যাটিং করেছে, তা আমাদের সহায়তা করেছে ম্যাচ জিততে। দর্শকদের জন্য খুশি এবং আমি আশা করি তারা আবার মাঠে এসে আমাদের সমর্থন করবেন।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news