টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড সৌম্য সরকারের

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশকে মাত্র ১২৫ রানের টার্গেট দেয় লঙ্কানরা। কিন্তু অল্প রান তাড়া করতে নেমেও ওপেনিং জুটিতে ধাক্কা খায় টাইগাররা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সৌম্য সরকার। এতে একটি লজ্জার রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড এখন সৌম্যর দখলে। এ নিয়ে ১৩ বার শূন্য রানে বিদায় নিয়েছেন তিনি। তবে এই রেকর্ড সৌম্যর একার নয়। তার সমানসংখ্যক ডাক মেরে এই রেকর্ডের মালিকানায় রয়েছেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। তবে সৌম্য এই লজ্জার রেকর্ড গড়েছেন মাত্র ৮৪ ম্যাচ খেলেই। আর স্টার্লিংয়ের লেগেছে ১৪৪ ম্যাচ।

তালিকার দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তিনজনই শূন্য রানে আউট হয়েছেন ১২ বার করে। অর্থাৎ সৌম্যর রেকর্ড হাতছাড়া হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশিদের মধ্যে সৌম্যর পরে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। তারা দুজন শূন্য রানে আউট হয়েছেন ৮ বার করে।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news