ক্রিকেটররা কেবল অর্থের জন্যই খেলে না: সৌরভ গাঙ্গুলি

আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি করে পুরো ক্রীড়া বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তাদের লক্ষ্মীর ভান্ডার যেন উপচে পড়ছে। আয়-রোজগারে ইংলিশ প্রিমিয়ার লিগকে পর্যন্ত টেক্কা দিয়েছেন আইপিএল। 

চার বছরের সাইকেলে মিডিয়া স্বত্ব বিক্রি করে তারা প্রায় ৫০ হাজার কোটি ৪৮৩৯০ রুপি আয় করেছে। এ অর্থে দেশটির ক্রিকেট কাঠামো যেমন শক্তিশালী হবে, বেড়ে যাবে ভারতীয় ক্রিকেটারদের আয়। অর্থ ক্রিকেটারদের মাথা ঘুরিয়ে দেবে না তো আবার। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি তেমনটা মনে করেন না। ভারতের সাবেক অধিনায়কের মতে, ক্রিকেটাররা কেবল অর্থের জন্য খেলেন না।

ফুটবল লিগগুলোর মধ্যে আয় ও জনপ্রিয়তায় ইংলিশ প্রিমিয়ার লিগ এক নম্বরে। ক্লাব ফুটবলে দাপট দেখালেও ইংল্যান্ড জাতীয় দল কিন্তু অনেক বছর ধরেই কোনো শিরোপা জিততে পারেনি। এজন্য দেশটির ফুটবলারদের মাঝে খুব একটা আক্ষেপও দেখা যায় না। তাদের পেছনে অনেক অনেক টাকা খরচ করা ক্লাবকে সফলতা এনে দিতে পারলেই তারা খুশি। আইপিএলে অর্থের ভারতীয় ক্রিকেটারদের মাঝেও কি একই মনোভাব তৈরি করতে পারে। 

সৌরভ গাঙ্গুলি অবশ্য এমনটা মনে করছেন না, অর্থ পারফরম্যান্সের সঙ্গে সম্পর্কিত হতে পারে না। এখনকার খেলোয়াড়রা যে অর্থ পায়, সুনীল গাভাস্কারের সময় থেকে অনীল কুম্বলে-রাহুল দ্রাবিড়রা তার ধারেকাছেও পেতেন না। কিন্তু তাদের সবার পারফর্ম করার খিদেটা ছিল। 

news