আমার ছক্কার বল আপনার পায়ে আঘাত করেছে, আমি ব্যথিত: তৌহিদ হৃদয়
যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত ম্যাচ খেলেছেন বাংলাদেশ দলের মিডলঅর্ডার ব্যাটার তৌহিদ হৃদয়। ২০ বলে তিনি করেছেন ৪০ রান। এর মধ্যে টানা তিন বলে ৩টি ছক্কা হাকিয়েছেন। একটি ছক্কার মার গিয়ে পড়ে গ্যালারিতে এক বাংলাদেশি দর্শকের পায়ে। তিনি কিছুটা চোটও পেয়েছেন।
ছবি তুলে পাঠিয়েছেন তৌহিদ হৃদয়ের কাছে। এনিয়ে এক পোস্টে তৌহিদ হৃদয় লিখলেন, ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে।
প্রিয় ভাই আমার, আমি জানি না আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টিশার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।
কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি