ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে কে এগিয়ে

 বিশ্বকাপ ক্রিকেটে এক বড় ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। প্রতিদ্বন্দ্বী দশে দুটোর  ম্যাচ মানেই টানটান উত্তেজনা। খেলার মাঠে যেভাবে হোক একে অপরের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে চায় পাকিস্তান ও ভারত। আজকের ম্যাচের আগে উভয় দেশের কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত ভারত ২২০ ম্যাচে অংশ নিয়ে ১৪১ ম্যাচে জয় পেয়েছে। পাকিস্তানের জয়ের সংখ্যা ১৪০। তারা ম্যাচ খেলেছে ২৪২টি। জয়ের সংখ্যা ভারত শুধু পাকিস্তানকে নয় সবাইকে টপকে গেছে। টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি জয় তাদের।

দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভারতের স্পষ্ট আধিপত্য দেখা যায়। ১২ ম্যাচের আটটিতে জয় ভারতের। পাকিস্তানের জয় মাত্র তিনটিতে। বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। সাত ম্যাচের পাঁচটিতে জয় ভারতের। তিনটিতে জয় পাকিস্তানের।

শুধু দলীয় লড়াইয়ে নয়, ব্যক্তিগত লাড়ইয়ে পাকিস্তানের ওপর শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ভারত। দুই দলের সবচেয়ে বেশি রান ভারতের বিরাট কোহলির। ১০ ম্যাচে তার রান ৪৮৮। তারপরেই রয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। চার ম্যাচে তার রান ১৯৭। ৯ ম্যাচে ১৬৪ রান নিয়ে তৃতীয় স্থানে একই দেশের শোয়েব মালিক।

বল হাতে ভারতের পেসার ভুবেনেশ্বর কুমার শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন। ৭ ম্যাচে ১১ উইকেট শিকার তার। দ্বিতীয় স্থানটিও ভারতের। হার্দিক পান্ডে ৬ ম্যঅচে নিয়েছেন ১১ উইকেট। তৃতীয় স্থানে পাকিস্তানের ওমর গুল। ৬ ম্যাচে ১১ উইকেট তার।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news