টি-টোয়েন্টি ক্রিকেটে অলরাউন্ডারের র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে সাকিব

ব্যাটে-বলে বাজে পারফরম্যান্স করায় সমালোচনার মুখে পড়তে হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে। সম্প্রতি ভারতের কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ তাকে টি-টোয়েন্টি থেকে অবসর নিতে বলেছেন। এবার বিশ্বকাপের মধ্যেই আরও একটি খারাপ খবর পেলেন সাকিব। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে চার ধাপ পিছিয়ে ৫ নম্বরে নেমে গেলেন তিনি।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটে জেতা ম্যাচে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। পরে ব্যাট হাতে করেন ৮ রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাকে ১ ওভারের বেশি বোলিং করাননি অধিনায়ক শান্ত। ব্যাট হাতে দলের গুরুত্বপূর্ণ সময়ে বাজে শটে আউট হয়েছেন মাত্র ৩ রান করে। স্বাভাবিকভাবেই এমন বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে। -অলআউট স্পোর্টস

বুধবার (১২ জুন) আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থার (আইসিসি) প্রকাশিত হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে তিনি শীর্ষস্থান হারিয়েছেন। সাকিবের রেটিং পয়েন্ট এখন ২০৮। এই ফরম্যাটে ২৩১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ অলরাউন্ডার এখন আফগানিস্তানের মোহাম্মদ নবি। পরের তিনটি স্থানে আছেন যথাক্রমে মার্কাস স্টয়নিস (২২৫), ওয়ানিন্দু হাসারাঙ্গা (২১৬) এবং সিকান্দার রাজা (২১০)। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news