বৃহস্পতিবার নেদারল্যান্ডসকে হারালে বিশ্বকাপের সুপার এইটে যাবে বাংলাদেশ

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের সুপার এইটে খেলার সম্ভাবনা মোটেও ক্ষীণ হয়নি। আরো দুটি ম্যাচ রয়েছে বাংলাদেশের সামনে। যার একটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। শেষ ম্যাচ খেলবে নেপালের বিরুদ্ধে। 

বুধবার (১২ জুন) শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে দুই দলই ১টি করে পয়েন্ট পেয়েছে। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সবার আগে বিশ্বকাপের সুপার এইটে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। কিছুটা হলে সুবিধা পাবে বাংলাদেশ দলও। জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিসেন্টে টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হলে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেতে হবে বাংলাদেশকে।  শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর ২ উইকেটে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলো টাইগাররা। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচে ১১৩ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানের হারে হৃদয় ভাঙ্গে বাংলাদেশের।

এবারের টুর্নামেন্টে ফর্ম বিবেচনায় ধারনা করা হচ্ছে, নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের চেয়ে এগিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে নেদারল্যান্ডসকে দু’বার হারিয়েছে টাইগাররা। 

২০১৬ সালে ধর্মশালায় এবং ২০২২ সালে হোবার্টে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ। সব মিলিয়ে চারবারের সাক্ষাতে ডাচদের বিপক্ষে তিন ম্যাচ জিতেছে টাইগাররা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news