রোনালদো দলীয় সাফল্যের জন্য খেলে: ব্রুনো ফার্নান্দেজ

ব্যক্তিগত অর্জন নয়, ক্রিশ্চিয়ানো রোনালদো দলীয় সাফল্যের জন্য খেলছেন-জাতীয় দলে রোনালদোর সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ এ কথা বলেছেন। 
জার্মানিতে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে 'এফ' গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে পর্তুগাল নক আউট পর্বে উঠেছে। তিন ম্যাচ থেকে দুই ম্যাচে জয় তাদের, এক ম্যাচে হার। তিন ম্যাচে পাঁচ গোল করেছে তারা, তবে রোনালদো কোনো গোল পাননি।

গ্রুপের দ্বিতীয় ম্যাচে তুরস্কের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় পর্তুগাল। এ ম্যাচে ফার্নান্দেজ একটা গোল করেছিলেন। তার গোলের রূপকার ছিলেন রোনালদো। এ গোলটি রোনালদো করতে পারতেন কিন্তু তিনি ফার্নান্দেজকে দিয়ে করান। এ গোলের কথা উল্লেখ করে ফার্নান্দেজ বলেন, এটাই প্রমাণিত হয় রোনালদো তার ব্যক্তিগত অর্জনের তুলনায় দলীয় সাফল্যকে বেশি গুরুত্ব দেয় । সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news