টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড
গত বছর নিরাপত্তার কারণ দেখিয়ে নিউজিল্যান্ড পাকিস্তান সফরে গিয়ে কোন ম্যাচ না খেলে ফিরে আসার পর একই কারণ দেখিয়ে পাকিস্তান সফর স্থগিত করেছিলো ইংল্যান্ড। এবার পাকিস্তানের স্থানীয় কিছু গণমাধ্যম পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে দাবি করছে স্থগিত হয়ে যাওয়া সেই সিরিজ খেলতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সেপ্টেম্বর-অক্টোবর মাসে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড।
সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি কমিশনার) ক্রিশ্চিয়ান টার্নারের সঙ্গে দেখা করেছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা। সেখানে এই সিরিজ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন পিসিবি চেয়ারম্যান। আলোচনা শেষে তিনি জানিয়েছেন, শীঘ্রই পাকিস্তান সিরিজের তারিখ ঘোষণা করা হবে।
পাকিস্তানের সামা টিভি পিসিবির এক সূত্রের বরাত দিয়ে বলেছে, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এবং পিসিবি উভয়ের মধ্যে এই (ইংল্যান্ডের পাকিস্তান সফর) সময়সূচী নিয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে।
এরপর পিসিবির পক্ষ থেকে পাকিস্তানে সিরিজ খেলার জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হলেও রাজি হয়নি কেউই। তবে এবছর অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সফর করেছে। আর এবার ইংল্যান্ড, পাকিস্তান সফরে আসছে।
সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে ১৫ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর পর্যন্ত। মুলতান, রাওয়ালপিন্ডি এবং লাহোর সহ তিনটি ভেন্যুতে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।