আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খলা। শিরোপা ধরে রাখতে এবারো শক্তিশালী দল গঠন করেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলটির হয়ে এবারের বিপিএল মাতাতে দেখা যাবে শাহিন শাহ আফ্রিদিকে। পাকিস্তানের তারকা পেসারকে সাইন করিয়েছে বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। শুক্রবার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বরিশালের মালিক মিজানুর রহমান
বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে বরিশাল। পিকেএসপিতে প্রথম দিনের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্তরা। সেখানেই নিজেদের ভাবনা, পরিকল্পনা নিয়ে কথা বলেছেন দলটির মালিক মিজানুর।
শাহিন আফ্রিদির সম্পর্কে তিনি বলেন, আজকেই (২৭ ডিসেম্বর) শাহীন আফ্রিদি চলে আসছে। শনিবার (২৮ ডিসেম্বর) তাকে মিরপুরে দেখতে পারবেন। আমাদের ১১টা থেকে ১টা পর্যন্ত অনুশীলন রয়েছে। আমরা তাকে কল করেছি এবং সে খেলার জন্য রাজি হয়েছে। তামিম নিজেই কথা বলেছে। সেই তাকে সাইন করিয়েছে।
বিপিএলের পুরো মৌসুমে বরিশালের হয়ে খেলতে পারবেন না শাহিন আফ্রিদি। তাকে ৩০ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত খেলার অনুমতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
তবে ফাহিম আশরাফ ও ইমরান খান জুনিয়ারকে পুরো বিপিএলে খেলার জন্য এনওসি দিয়েছে পিসিবি। এছাড়াও বরিশালের আলী মোহাম্মদ ও খান জাহানদাদও খেলবেন দলটির হয়ে।