এজবাস্টন টেস্ট জিততে ইংল্যান্ডের প্রয়োজন ১১৯ রান, ভারতের ৭ উইকেট

ভারতের বিপক্ষে এজবাস্টন টেস্টে জিততে হলে চতুর্থ ইনিংসে স্বাগতিক ইংল্যান্ডকে করতে হবে ৩৭৮ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধাজনক অবস্থানে রয়েছে ইংলিশরা। চতুর্থ দিন শেষে তাদের স্কোর ৩ উইকেটে ২৫৯ রান।

জয়ের জন্য শেষ দিনে ইংল্যান্ডের দরকার আরো ১১৯ রান, ভারতের দরকার ৭টি উইকেট।

রান তাড়া করতে নেমে দারুণ শুরু পেয়েছিল ইংল্যান্ড। অ্যালেক্স লিস ও জ্যাক ক্রাউলি উদ্বোধনী জুটিতে তুলেন ১০৭ রান। এরপর ২ রানে ৩ উইকেট হারানোয় ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ১০৯-এ। এরপর জো রুট আর জনি বেয়ারেস্টো মিলে ১৫০ রানের জুটি গড়ে  অবিচ্ছিন্ন রয়েছেন। পঞ্চম দিন ৭৬ রান নিয়ে জো রুট এবং ৭২ রান নিয়ে ব্যাট করতে নামবেন বেয়ারেস্টা।  

উল্লেখ্য যে, সিরিজে এখন পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সিরিজের শেষ ও পঞ্চম টেস্টটি গত বছরের সেপ্টেম্বরে করোনা মহামারির কারণে স্থগিত করা হয়েছিল। সেই ম্যাচটিই এখন এজবাস্টনে চলছে। এই ম্যাচে যদি ভারত জিততে পারে বা অন্তত ড্র করতে পারে, তাহলে ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জেতার স্বাদ পাবে তারা।

news