এশিয়া কাপ ফাইনালে চরম হেনস্থা, মাঠেই ঢুকতে দেওয়া হল না ভারতীয়দের

এশিয়া কাপ ফাইনালে (Asia Cup Final) চরম লাঞ্চনার শিকার হলেন ভারতীয় সমর্থকরা (Bharat Army)। তাঁদের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হয়নি। নিরাপত্তারক্ষীরা জানায়, যে দর্শক ভারতের জার্সি ও পতাকা নিয়ে মাঠে প্রবেশ করবেন, তাঁদের অনুমতি দেওয়া হবে না।
শ্রীলঙ্কাই এশিয়া সেরা, পাক অহঙ্কার চূর্ণ করে সংকটের লঙ্কায় নতুন ভোর

এই ঘটনার মুহূর্ত ভারত আর্মির এক সদস্য ভিডিও দিয়ে সোশ্যাল সাইটে দিয়ে দেন। একজন সদস্য বলেন, ‘‘পুলিশকর্মীরা আমাদের ধাক্কা মারছেন। ইন্ডিয়া, গো আউট, গো ব্যাক বলা হচ্ছে। বলা হয়, এই জার্সি পরা যাবে না, রীতিমতো ধাক্কা মারছিলেন। আমাদের ঢুকতে দেননি। আমরা তো ক্রিকেট দেখতে এসেছিলাম। সেটি আমাদের দেওয়া হয়নি।

ভারতের জার্সি ধরে মাঠে প্রবেশ করা যাবে না।
দর্শকদের কাছে বৈধ টিকিট ছিল। কিন্তু স্টেডিয়াম থেকে নাকি জানানো হয়, ফাইনালে পাকিস্তান ও শ্রীলঙ্কা খেলছে, তাই ভারতীয়রা নিজেদের জার্সি ও দেশের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন না। এই নিয়ম কেন, তার সদুত্তর দেননি নিরাপত্তা আধিকারিকরা।

ভারত আর্মির সদস্যরা এদিন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে খেলা শেষে এটা জানিয়েছেন। সৌরভও আশ্বাস দিয়েছেন বিষয়টি দেখবেন। ভবিষ্যতে যাতে এমন না হয় সেটি দেখবেন বলে জানান। বিষয়টি আইসিসি ও ক্রিকেট কাউন্সিল এশিয়াকে জানানো হয়েছে। আরব আমিরশাহী ক্রিকেট সংস্থা সরকারি বিবৃতি দেননি এই ঘটনায়।

খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২২/একে

news