পাকিস্তানের মুশতাক আহমেদের পরামর্শ মনে রেখেছেন ইংলিশ ব্যাটার জস বাটলার

লেগ সাইডে বেশি শট খেলতে অভ্যস্ত এই ব্যাটারের অফ সাইডের চোখ খুলে দিয়েছেন পাকিস্তানি কোচ মুশতাক। সেটাই আরও বিধ্বংসী করেছে তাকে। চলতি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে এরই মধ্যে তিনটি সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।

 তার এই দুর্দান্ত ফর্মের কৃতিত্ব বাটলার দিয়েছেন মুশতাককে। অকপটে স্বীকার করেছেন, তার বদলে যাওয়ার পেছনের কারিগরের নাম। বিষয়টি ছুঁয়ে গেছে পাকিস্তানী কোচ মুশতাককে। তার মতে, কারো ওপর কিছু প্রয়োগ করে সেটার ফল দেখা দারুণ ব্যাপার। সমকাল

সংবাদমাধ্যমে তিনি বলেন, ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গে আমি দীর্ঘ সময় কাজ করেছি। অনেকের সঙ্গেই টেকটিক্যাল দিক নিয়ে কাজ হয়েছে। সবচেয়ে ভালো লাগে যখন কারো ওপর কিছু প্রয়োগ করলে সেটা কার্যকরী হয়। ও আমার কাজের কথা মনে রেখেছে

news