মাঠে পারফর্ম করার সেরা সময়ে বিজয়-সোহানরা: মাশরাফি

সদ্য শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ১৫ ইনিংসে ৮১.২৯ গড়ে তিনটি সেঞ্চুরি, নয়টি হাফ সেঞ্চুরিতে ১১৩৮ রান করেছেন বিজয়। অন্যদিকে, ৮ ইনিংসে ৯৬.৬০ গড়ে একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরিতে ৪৮৩ রান করে শেখ জামালকে চ্যাম্পিয়ন করতে দারুণ ভূমিকা রেখেছেন সোহান। 

 তাদের পারফরম্যান্সে মুগ্ধ মাশরাফি বিন মর্তুজা। তিনি বলেন, বিজয়কে আমি মনে করি এখনই বিবেচনা করার সময়। ক্রিকেটে একটা বিষয় আছে বয়স। এখন বিজয়-সোহানরা যে বয়সে আছে, ক্রিকেটে ২৮ থেকে ৩২-৩৪ এর একটা প্যাঁচ থাকে, এখন কিন্তু ওরা ওই বয়সে রয়েছে। ইত্তেফাক

তিনি আরো বলেন, যদি ওদের কিছু ম্যাচে সুযোগ দেওয়া যায়, আমার মনে হয় ওরা ভালো করবে। একজন মানুষ যদি ১১০০ রান করে সুযোগ না পায়, তাহলে তার আর প্রমাণ করার জায়গা থাকে না।

news