নভেম্বর মাসের আইসিসির সেরা ক্রিকেটার জস বাটলার
পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করে থাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। সেই ধারাবাহিকতায় নভেম্বরের প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক জস বাটলার। এই সেরার দৌড়ে বাটলার ছাড়াও ছিলেন শাহিন শাহ আফ্রিদি ও আদিল রশিদ।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার। নভেম্বরে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটিতে অর্ধশতক হাঁকিয়েছেন ইংলিশ অধিনায়ক।
সেমিফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ম্যাচে ভারতকে ১০ উইকেটে পরাজিত করেছিল ইংল্যান্ড। ফাইনালেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন বাটলার। পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে তিনি খেলেছিলেন ৪৯ বলে ৮০ রানের ইনিংস। সেদিন বাটলারের ব্যাট থেকে এসেছিল ৯টি চার ও ৩টি ছক্কা।
বিএস/ওডে/সি