বাংলাদেশের ২৪ ক্রিকেটারের নাম পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফটে

পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সুপার লিগের পিএসএল অষ্টম আসরের গোল্ড ও সিলভার ক্যাটাগরির তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় টাইগার ওপেনার লিটন দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়ের সঙ্গে আফিফ হোসেন, শরিফুল ইসলামসহ ২৪ জনের নাম রয়েছে।

করাচিতে বৃহস্পতিবার পিএসএলের এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। আর ৯ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চের মধ্যে মাঠে গড়াবে এবারের আসর। এবার করাচি, মুলতান, রাওয়ালপিন্ডি ও লাহোরে ম্যাচ অনুষ্ঠিত হবে। মুলতানে উদ্বোধনী অনুষ্ঠান, আর লাহোরে প্লে অফ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে।

গোল্ড ক্যাটাগরি : লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার, ইমরুল কায়েস, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও জিয়াউর রহমান।

আফিফ হোসেন, আবু সায়েম, আল আমিন হোসেন, এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন, জুনায়েদ সিদ্দিকী, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, মনির হোসেন, নাদিফ চৌধুরী, নাসুম আহমেদ, রাফসান আল মাহমুদ, রুয়েল মিয়া, সাব্বির রহমান, শফিউল ইসলাম ও সৌম্য সরকার।

বিএস/ওডে/সি

news