বিজয় দিবসে বিশেষ জার্সিতে সাকিবরা
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এদিন চট্টগ্রামে ভারতের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বিশেষ জার্সি পরে মাঠে নেমেছে।
বিজয় দিবস উপলক্ষে যে বিশেষ জার্সি পরে বাংলাদেশ নেমেছে, সেখানে ডান পাশে পৃষ্ঠপোষকের লোগোর জায়গায় বাংলাদেশের পতাকার লোগো রয়েছে। নিচে ইংরেজিতে লেখা বিজয়ের ৫১তম বর্ষপূর্তি। এখানেই পরিবর্তন এসেছে এই বিশেষ জার্সিতে।
এদিকে ভারতের ৪০৪ রানের জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৮ রান করে মুশফিকুর রহিম। বাংলাদেশকে ফলোঅনের সুযোগ পেয়েও তা করেনি ভারত। লিড পাহাড়সম করতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে তারা।
জাতীয় দিবসগুলোতে একাধিকবার মাঠে থাকলেও বিজয় দিবসের দিন ঘরের মাঠে আগে একবারই আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০০২ সালে এমএ আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হয়েছিল ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে।
এবার ভারতের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনটি গড়িয়েছে বিজয় দিবসে। দিনটি উপলক্ষে ঢাকায় বিশেষ আয়োজনও করেছে বিসিবি। মিরপুরে বিজয় দিবসের বিশেষ প্রদর্শনী ম্যাচে মুখোমুখি হয়েছে শহীদ জুয়েল ও শহীদ মোশতাক একাদশ। মুক্তিযুদ্ধে শহীদ দুই ক্রিকেট ব্যক্তিত্বের স্মরণে আয়োজিত ম্যাচে খেলছেন সৌম্য সরকার, আফিফ হোসেনরা।
বিএস/ওডে/সি