শুধু ব্যাটিংয়ের জন্য হলেও সাকিবকে মিরপুর  টেস্টে চান কোচ রাসেল ডমিঙ্গো

কাঁধ ও পাঁজরের চোট নিয়েই চট্টগ্রাম টেস্টে খেলেছেন সাকিব আল হাসান। এ কারণে প্রথমদিনের পর আর বোলিং করতে পারেননি তিনি। যদিও ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসে ১০৮ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলেছেন।

এমন ইনিংসেও বাংলাদেশকে লক্ষ্যে পৌঁছে দিতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। এই ম্যাচে বাংলাদেশ হেরেছে ১৮৮ রানের বড় ব্যবধানে। প্রথম ম্যাচ হেরে পিছিয়ে গেলেও দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ সমতায় শেষ করতে চাইবে বাংলাদেশ।

শুধু ব্যাটিংয়ের জন্য হলেও দ্বিতীয় টেস্টে সাকিবকে পেতে মরিয়া বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সাকিব না থাকলে বাংলাদেশ দলের ভারসাম্যে বড় আঘাত লাগবে। তাই দলের সবচেয়ে বড় তারকাকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, আমি এখনও শতভাগ নিশ্চিত নই সে (মিরপুর টেস্টে) বোলিং করতে পারবে কি না। তবে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবে। এটি অবশ্যই আমাদের জন্য চিন্তার কারণ। কারণ সে একজন অলরাউন্ডার। আমাদের একজন অলরাউন্ডার প্রয়োজন। আমাদের আগামী ২-৩ দিন তাকে পর্যবেক্ষণ করতে হবে। এই মুহূর্তে সে ব্যাটসম্যান হিসেবে খেলার জন্য ফিট আছে।

শুধু ব্যাটার হিসেবে হলেও সাকিবকে খেলানোর ইঙ্গিত দিয়ে টাইগার কোচ বলেন, 'সে (সাকিব) দলের সেরা ব্যাটারদের একজন। দ্বিতীয় ইনিংসেও ৮০ (৮৪) রান করেছে এবং সে দলের অধিনায়কও। অলরাউন্ডার হিসেবে জায়গা পেলে, বোলিং ভালো না করলেও ব্যাটিংয়ে পুষিয়ে দেওয়ার সুযোগ থাকে। ব্যাটিংয়ে খারাপ করলে বোলিংয়েও সুযোগ থাকে। শুধু ব্যাটার হিসেবেও দলে থাকার যোগ্য সে।

চট্টগ্রাম টেস্টে ভারতের প্রথম ইনিংসে মাত্র ১২ ওভার বোলিং করেছেন সাকিব। এরপর ফিল্ডিং করলেও বল করতে দেখা যায়নি তাকে। আশা ছিল দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে ফিরতে পারেন টাইগার অধিনায়ক। যদিও দ্বিতীয় ইনিংসেও তাকে দেখা যায়নি। বাংলাদেশ দলের ব্যাটাররা প্রত্যাশা পূরণ করতে পারেননি কোচের। তাই সাকিবকে শুধু ব্যাটার হলেও তাকে পেতে চান তিনি।

ডমিঙ্গো বলেন, সে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারে। অবশ্যই সে খুব বেশি বোলিং করেনি। কারণ এখনও কাঁধ ও আগের চোট নিয়ে ভুগছে। এটি আমাদের জন্য বড় ধাক্কা ছিল। কারণ আমরা ৪ বোলার হয়ে যাই। এরপর এবাদতও ব্যথা পেলে আমাদের হাতে শুধু ৩ বোলার ছিলো।

বিএস/ওডে/সি

news