চাপ সামলাতে না পারলে কলার দোকান খোলো, ডিম বিক্রি করো, কপিল দেবের পরামর্শ

ভারতীয় ক্রিকেটারদের মুখে ইদানীং এই কথা বড্ড বেশি শোনা যাচ্ছে। অতিরিক্ত ক্রিকেট চাপ বাড়িয়েছে খেলোয়াড়দের। সেই চাপ আরও বাড়িয়েছে আইপিএল। যার ফলে ক্রিকেটাররা প্রায়শই বিশ্রাম নিচ্ছেন। এখানেই আপত্তি ৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের। কিছুদিন আগে এক অনুষ্ঠানে কপিল বলেন, প্র্রায়ই শুনতে পাই ক্রিকেটাররা বলেন, আইপিএল খেলার জন্য আমাদের উপর চাপ থাকে। এই শব্দটা এখন খুব কমন হয়ে গেছে। যারা চাপের কথা বলছে, তাদের বলবো, খেলতে কে বলেছে? চাপ থাকবেই, কিন্তু মাথায় রাখতে হবে, দেশের হয়ে খেলার সুযোগ পাওয়াটা গর্বের। আর দেশের হয়ে খেলতে গেলে চাপ তো থাকবেই।

১০০ কোটির জনসংখ্যা থেকে ২০ জনকে দেশের হয়ে খেলার জন্য বেছে নেওয়া হচ্ছে। কত মানুষের প্রার্থনা, ভালবাসা থাকে তাদের প্রতি। এটা তো গর্বের বিষয়। এরপরই কপিলের সংযোজন, ডিপ্রেশনের মতো মার্কিন শব্দগুলি বুঝি না। চাপ সামলাতে না পারলে খেলো না ভাই। বরং কলার দোকান খোলো। ডিম বিক্রি করো। কপিল আরও যোগ করেন, খেলাটাকে উপভোগ করতে হয়। তাহলেও আর চাপ বলে মনে হয় না। কপিলের এই কথায় বিতর্ক তৈরি হলেও তা মাথায় মাখছেন না বিশ্বজয়ী অধিনায়ক।

এই চাপের জন্য অনেক ক্রিকেটারই দীর্ঘ বিরতি নিচ্ছেন। ইংল্যান্ডের বেন স্টোকস তো একটা ঘরনা থেকে অবসরই নিয়ে ফেলেছেন। বিরাট কোহলি, রোহিত শর্মারাও চাপের কথা বলে প্রায়ই বিরতি নিচ্ছেন। এটাই না পসন্দ কপিলের।

এনবিএস/ওডে/সি

news