ফিরে গেলেন মুশফিক, চাপে বাংলাদেশ

 সিরিজের প্রথম টেস্টে পরে ব্যাট করে ১৮৮ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে টস জিতে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি টাইগার অধিনায়ক। শুরুটাও ভালো ছিল স্বাগতিকদের। জাকির ও শান্ত মিলে ওপেনিং জুটিতে বাংলাদেশকে এনে দেয় ৩৯ রান। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। এক যুগ পর ভারতের টেস্ট দলে ফিরে জাকিরকে সাজঘরে ফেরান জয়দেব উনাদকাট।

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে চার টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানের পর মুমিনুল হককে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম।

মিরপুরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ক্রিজ ছাড়ার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ৪৬ বলে ২৬ রান। তার ইনিংসটি সাজানো ছিল ৫ বাউন্ডারিতে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৫ রান। মুমিনুল হককে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন লিটন কুমার দাস।

নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের বিদায়ের পর মুমিনুল হকের সঙ্গে ভারতীয় বোলারদের ভালোই সামাল দিচ্ছিলেন সাকিব। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ব্যাট করেছেন স্বাচ্ছন্দ্যেই। কিন্তু বিরতি থেকে ফিরে উমেশ যাদবের শর্ট লেংথের বল মিডঅফের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে তিনি ক্যাচ উপহার দেন পূজারাকে। বল তালুবন্দি করতে জায়গা থেকে নড়তেও হয়নি ভারতীয় ফিল্ডারকে। সাকিবের বিদায়ের পর চতুর্থ উইকেট জুটিতে মুমিনুলকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম।

এনবিএস/ওডে/সি

news