অতিরিক্ত সময়ের গোলে পিএসজিকে রুখে দিয়েছে স্ত্রাসবুর
লিগ ওয়ানে ঘরের মাঠে শক্তিশালী প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলের পঞ্চম দল স্ত্রাসবুর। অপরদিকে চার ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা জয় করা পিএসজির জন্য ম্যাচটি অনুষ্ঠানিকতার হলেও সামর্থ্যরে সবটুকু নিয়েই মাঠে নেমেছিল মেসি-নেইমার-এমবাপেরা।
খেলার তৃতীয় মিনিটেই পিএসজির ডিফেন্স ও গোলরক্ষকের বিরুদ্ধে একাই লড়াই করে স্ত্রাসবুরকে এগিয়ে নেন গামেইরো। বিরতির আগেই পিএসজিকে সমতায় ফেরান এমবাপে। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে হাকিমি ও এমবাপের ব্যক্তিগত দ্বিতীয় গোলে ১-৩ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।
খেলার ৭৫ মিনিটে কর্নার থেকে পাওয়া বলে দিয়ালোর হেড পিএসজির ভেরাত্তির পেয়ে লেগে নিজেদের জালে জড়ালে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান ২-৩ করে স্বাগতিকরা আর অতিরিক্ত সময়ে কেসির গোলে পিএসজির বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্ত্রাসবুর।