ইমরান খান ক্ষমতায় থাকাকালীন পাকিস্তান ক্রিকেট লাভবান হয়নি মিসবাহর ইঙ্গিত

বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান প্রধানমন্ত্রীত্ব হারাতেই সরব হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটাররা। সম্প্রতি এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল-হক।

তিনি বলেছেন, শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বদল হলেই দেশে খেলাটার কোনো পরিবর্তন হবে না। যেভাবে আমাদের ক্রিকেটীয় কাঠামো পরিচালনা করা হয়, তার পরিবর্তন দরকার।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেওয়া পরিকল্পনাগুলির কোনো সুফল পাকিস্তান ক্রিকেটে দেখা যায়নি বলেই মনে করেন মিসবাহ। তিনি বলেন, তিন বছর হয়ে গেল ক্রিকেট বা অন্য কোনো খেলায় বিভিন্ন বিভাগ এবং প্রতিষ্ঠানগুলির ভূমিকা দেখা যাচ্ছে না। 

news