বিপিএলের টিকেটের মূল্য তালিকা প্রকাশ করলো বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসরের টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। জানা গেছে, বুধবার (৪ জানুয়ারি) থেকে পাওয়া যাবে প্রথম দিনের দুই ম্যাচের টিকেট।

বিসিবি জানিয়েছে, বিপিএলের প্রতিটি ম্যাচ দেখার জন্য ন্যুনতম ২০০ টাকা গুনতে হবে দর্শকদেরকে। সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা রাখা হয়েছে গ্র্যান্ডস্ট্যান্ডের টিকেটের মূল্য। ভিআইপি স্ট্যান্ডে বসে দেখার জন্য খরচ করতে হবে ১ হাজার টাকা। আর, ক্লাব হাউজ টিকেটের মূল্য ৫০০ টাকা। নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য ৩০০ টাকা রাখা হয়েছে। খোলা আকাশের নিচে পূর্ব গ্যালারিতে বসে খেলা দেখতে দিতে হবে ২০০ টাকা।

বিসিবি আরও জানিয়েছে, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেট সংলগ্ন বুথে পাওয়া যাবে টিকেট। প্রতি ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিক্রি করা হবে টিকেট। প্রয়োজন অনুযায়ী ম্যাচের দিনও টিকেট বিক্রি করা হবে বলে জানিয়েছে বিসিবি।

এনবিএস/ওডে/সি

news