কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলে খেলতে আসছেন না শাহিন আফ্রিদি
আসন্ন বিপিএলে খেলতে আসছেন না পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা ছিল এই বাঁহাতি পেসারের।
এবারের আসরের জন্য সরাসরি চুক্তিতে শাহিন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছিল ভিক্টোরিয়ান্স। তবে আসর শুরুর আগেই দুঃসংবাদ পেলো ফ্র্যাঞ্চাইজিটি। হাঁটুর ইনজুরির কারণে খেলতে পারবেন না বিপিএলের এবারের আসরে। গেল বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে হাঁটুতে চোট পান তিনি। তিন মাস মাঠের বাইরে থাকার পর সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আবারও চোটে পড়েন শাহিন শাহ। সবশেষ আফ্রিদির ইনজুরির আপডেট জানায় পিসিবি। সোমবার থেকে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন এই পেসার।
এনবিএস/ওডে/সি