শোয়েব আখতার সবচেয়ে গতির ডেলিভারির বিশ্ব রেকর্ড ভেঙেছেন পাকিস্তানি 

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে গতির ডেলিভারির বিশ্ব রেকর্ড শোয়েব আখতারের দখলে। ২০০২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৬১.১ কিমি. প্রতি ঘণ্টা বেগে বল করেছিলেন শোয়েব। যা এখনও সবচেয়ে বেশি গতির ডেলিভারি হিসেবে স্বীকৃত পেয়েছেন।

শোয়েবের স্বদেশি পেসার মোহাম্মদ সামির দাবি, তিনি এই রেকর্ড ভেঙেছেন। তাও কি না একবার নয়, দুইবার সম্প্রতি পাক টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন সামি। স্পিড গানে সমস্যা বলে রেকর্ড হিসেব করা হয়নি -এমনটাই দাবি তার।

তিনি বলেছেন, একটি ম্যাচে আমি দুইটি ডেলিভারি করেছিলাম ঘণ্টায় ১৬০ কিমির বেশি গতিতে। একটি ছিল ১৬২, অন্যটি ১৬৪ আমাকে বলা হলো যে স্পিড গান কাজ করছে না। পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৮৭ ওয়ানডে ও ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সামি। 

news