বিপিএল চলাকালে মাঠে ঢুকে পড়লেন উত্তেজিত সাকিব, অতঃপর...
বিপিএলের সপ্তম ম্যাচে রংপুরের ব্যাটিংয়ের পর ব্যাট করতে নামেন বরিশালের দুই ওপেনিং ব্যাটার। ঠিক এমন সময় খেলা শুরুর আগ মুহূর্তে থমকে গেল খেলা। মাঠের বাইরে থেকে বরিশালে অধিনায়ক সাকিবকে দেখা গেল হাত উঁচিয়ে কিছু বলতে। পরে উত্তেজিত অবস্থায় মাঠে ঢুকে মাঠের আম্পায়ারদের সঙ্গে বচসায় জড়ালেন তিনি। এর ফলে খেলা শুরু হতে মিনিট পাঁচেক দেরি হয়।
মঙ্গলবার মিরপুর মাঠে রংপুরের ১৫৮ রানের জবাবে বরিশালের পক্ষে ইনিংস সূচনা করেন শ্রীলঙ্কার চতুরাঙ্গা ডি সিলভা ও এনামুল হক বিজয়। রংপুরের পক্ষে প্রথম ওভার করার প্রস্তুতি নিচ্ছিলেন বাঁহাতি স্পিনার রাকিবুল। তখন স্ট্রাইকে যান বাঁহাতি ওপেনার সিলভা।
তবে চতুরাঙ্গাকে স্ট্রাইকে দেখে রকিবুলকে বদলে অফ স্পিনার শেখ মেহেদিকে বোলিংয়ে আনেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। তা দেখে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন সাকিব। ডাগ আউটের সামনে তিনি কথা বলতে থাকেন চতুর্থ আম্পায়ারের সঙ্গে। এ সময় হাতের ইশারায় উইকেটের দুই ব্যাটারকে কিছু একটা বলতে দেখা যায় তাকে। মাঠে দেখা যায় চতুরাঙ্গার বদলে স্ট্রাইক নিতে এগোচ্ছেন এনামুল। সেটি দেখে শেখ মেহেদির বদলে ফের রাকিবুলকেই বোলিং করাতে চায় রংপুর। এটি নিয়েই বেধে যায় বিবাদ।
এক পর্যায়ে সাইড লাইন থেকে সরাসরি মাঠের ভেতরে ঢুকে পড়েন বরিশালের অধিনায়ক সাকিব। দুই আম্পায়ারের সঙ্গে উত্তেজিত ভঙ্গিতে বেশ লম্বা সময় কথা বলতে দেখা যায় তাকে। সাকিব মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় চতুরাঙ্গাই থাকেন স্ট্রাইকে। বোলিং করেন রাকিবুল।
এ ঘটনায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে মাঠে। নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয় বরিশালের ইনিংস। পরে আনুষ্ঠানিক বিবৃতিতে সাকিবের মাঠে ঢোকা নিয়ে দলের অবস্থান ব্যাখ্যা করেন বরিশালের ম্যানেজার সাজ্জাদ আহমেদ।
‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন, তা দেখেই ঠিক হয় কোন ব্যাটসম্যানরা স্ট্রাইক নেবেন। এক্ষেত্রে শেখ মেহেদিকে বল করতে আসতে দেখে চতুরাঙ্গা ডি সিলভার বদলে এনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না। এই নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন তিনি।’
তবে ক্রিকেটের নিয়ম অনুযায়ী, খেলা চলাকালীন সময়ে কোনো ক্রিকেটার মাঠে ঢুকতে পারেন না। সাকিবের এমন হুট করে মাঠে ঢোকার বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি বরিশাল।
আগের ম্যাচেও সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান সাকিব। রেজাউর রহমান রাজার মাথার ওপর দিয়ে যাওয়া বাউন্সারে ওয়াইড না দিয়ে স্রেফ ‘ওয়ান বাউন্স’ দিয়েছিলেন লেগ আম্পায়ার। তখন সেটিকে ওয়াইড দাবি করে তেড়েফুঁড়ে আম্পায়ারের দিকে এগিয়ে যান তিনি।
এনবিএস/ওডে/সি