শুক্রবার থেকে বিপিএলের  চট্টগ্রাম পর্ব শুরু

: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শুক্রবার মাছে গড়াচ্ছে। গত মঙ্গলবার ঢাকার পর্ব শেষ হওয়ার পর সাত দলের ক্রিকেটাররা চট্টগ্রামে পৌঁছায়। সবার আগে চট্টগ্রামের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পৌঁছে যায় বন্দর নগরীতে। শুক্রবার থেকে শুরু হয়ে ২০ জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। এই সময়ে ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম ও বরিশাল মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে খুলনা মোকাবেলা করবে রংপুরের বিপক্ষে। ম্যাচ দুটি দুপুর ২টা ৩০মিনিট ও সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে শুরু হবে। ঢাকা পর্বে এখন পর্যন্ত সর্বোচ্চ চারটি ম্যাচ খেলেছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। চার ম্যাচের সবগুলোতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেও আছে তার দল।

রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স সমান দুটি করে ম্যাচ খেলে জয় পেয়েছে একটি করে। পয়েন্ট সমান ২। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্স দুটি করে ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি। শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের সবার নিচে আছে তারা।

এরপর বিপিএল আবার ফিরবে ঢাকায়। এখানে দুই দিনে ৪ ম্যাচ খেলে বিপিএল যাবে সিলেটে। সিলেট পর্ব শেষ করে ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ঢাকা পর্ব। এখানেই গ্রুপ পর্বের বাকি ম্যাচসহ নক আউট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এনবিএস/ওডে/সি

news