ভিভ রিচার্ডসের সাথে সুরিয়া কুমারের তুলনা করলেন টম মুডি
ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট সুরিয়া কুমার যাদবের সাথে স্যার ভিভ রিচার্ডসের তুলনা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার কোচ টম মুডি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ম্যাচ নিয়ন্ত্রণে নেয়ার অসমান্য এক প্রতিভা রয়েছে সুরিয়া কুমারের।
নিয়মিতভাবেই ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন সুরিয়া কুমার যাদব। নিজের ক্যারিশম্যাটিক ব্যাটিং শৈলীতে নিয়মিতভাবেই হচ্ছেন খবরের শিরোনাম। আলোচনার বিষয়বস্তু হয়েছেন সাবেক ক্রিকেটার, সতীর্থ আবার কখনো প্রতিপক্ষের।
ব্যাট হাতে ছড়িয়ে যাচ্ছেন রানের ফুলঝুরি। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫১ বলে অপরাজিত ১১২ রানের ইনিংসটি হয়ে আছে অনবদ্য হয়েই। কেননা এমন পারফরম্যান্সের ওপর ভর করেই সিরিজ জয়ের আনন্দে মাতে স্বাগতিকরা। এবার এই ভারতীয় সেনসেশনের বন্দনায় মজেছেন সাবেক অস্ট্রেলিয়ান গ্রেট টম মুডি। সুরিয়া কুমারকে তিনি তুলনা করেছেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভ রিচার্ডসের সাথে।
টম মুডি বলেন, সুরিয়া কুমার যাদবের খেলার ধরন সত্যিকার অর্থে শ্বাসরুদ্ধকর। তার খেলা দেখে আমি কৈশোরে ফিরে যাই। ভিভ রিচার্ডসের সাথে তার খেলার ধরনের মিল আছে। ম্যাচকে নিয়ন্ত্রণ করার মতো অসাধারণ প্রতিভা আছে সুরিয়া কুমারের মধ্যে।
জাতীয় দলে জায়গা পাওয়ার পর থেকেই সুরিয়া কুমার বিস্ফোরক ব্যাটিং দিয়ে মুগ্ধ করছেন সবাইকে। ১৮০ স্ট্রাইকরেটে নিজেকে আলাদা করেছেন সবার থেকে। পুরস্কার হিসেবে শ্রীলঙ্কা সিরিজে পালন করেছেন সহ-অধিনায়কের দায়িত্ব।
এনবিএস/ওডে/সি