কোচ হাথুরুসিংহে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিবেন না

দক্ষিণ আফ্রিকার রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পর   অনেক দিন ধরেই কোচহীন বাংলাদেশের ক্রিকেট। এই শূন্যস্থান পূরণে বেশ কয়েকজন কোচের সঙ্গে কথাও বলেছেন বিসিবির কর্মকর্তারা। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগেই কোচ পাবেন সাকিবরা।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, টাইগারদের সাবেক কোচ হাথুরুসিংহে আবারও ফিরবেন। তার সঙ্গে কথাও পাকা হয়েছে। কয়েক দিন আগে লঙ্কান কোচ হাথুরু সিংহে নাকি বিসিবিকে না করে দিয়েছে। বোর্ড কর্তারা এখন বলছে এখনও  কোচ চূড়ান্ত হয়নি। রোববার বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে ইংল্যান্ড সফরের আগেই কোচ পাবে ক্রিকেটাররা।

আগামী মার্চে বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। লাল সবুজদের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যান টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজের প্রথম ও শেষের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর জাতীয় স্টেডিয়ামে। একটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সাধারণত কোনো দ্বিপাক্ষিক সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলা হয় দুই পক্ষের মধ্যে। যদিও বাংলাদেশে এসে ইংলিশরা কোনো প্রস্তুতি ম্যাচে অংশ নেবে না। এদিকে ইংল্যান্ড ও ওয়েলস বোর্ড বিসিবির আয়োজনে সন্তুষ্ট। এসব নিয়ে নিজামউদ্দিন বলেন, ইংল্যান্ড আমাদের আয়োজনে সন্তুষ্ট। তারা বাংলাদেশে এসে কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না।

এনবিএস/ওডে/সি

news