আইপিএলে গুজরাট জায়ান্টসের মেন্টর মিতালি রাজ

 বছর হতে চললো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মিতালি রাজ। অবসরের পর ভারত নারী ক্রিকেট দলের কনসালট্যান্টের ভূমিকা পালন করেছেন তিনি। এবার নারীদের আইপিএলে গুজরাটের মেন্টর হলেন এই কিংবদন্তি।

গুজরাট জায়ান্টসের মেন্টর এবং পরামর্শদাতার দায়িত্ব দেয়া হয়েছে মিতালিকে। ফ্র্যাঞ্চাইজিটির মালিক আদানি এন্টারপ্রাইসের ডিরেক্টর প্রণব আদানি মিতালির এ প্রসঙ্গে বলেন, নতুন প্রজন্মের কাছে মিতালি রাজ রোল মডেল। আর আমাদের দলে এমন একজন ক্রিকেটারকে মেন্টর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত খুশি। আমাদের বিশ্বাস, মিতালির মতো কিংবদন্তিরা এই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যুক্ত হলে উঠতি খেলোয়াড়রা আরও বেশি করে উৎসাহ পাবেন।

সবকিছু ঠিক থাকলে নারীদের আইপিএলে দেখা যাবে ভারতের কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামীকেও। দিল্লির ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ঝুলনকে বোলিং কোচের প্রস্তাব দেয়া হয়েছে। আর ডব্লিউ ভি রামনকে দেয়া হয়েছে হেড কোচের প্রস্তাব। এই প্রস্তাবে রাজি হওয়ার অর্থ বাংলার দুই কিংবদন্তি সৌরভ ও ঝুলনকে এক দলের দায়িত্বে দেখা যাবে।

আগামী ৪ মার্চ থেকে শুরু হবে নারী আইপিএলের প্রথম আসর। এবারের নারী আইপিএলে খেলবে পাঁচটি দল। তার মধ্যে আবার মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু ও গুজরাট দল কিনেছে।

এনবিএস/ওডে/সি

news