ঢাকার বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে নিলো রংপুর রাইডার্স

সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৩০ জানুয়ারি) ঢাকার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক সোহান। আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান করে ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে মেহেদী হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ভর করে এক ওভার বাকি থাকতে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে রংপুর।

ঢাকা ডমিনেটর্স প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম পাওয়ারপ্লেতে ৩ উইকেটের বিনিময়ে করতে পারে ৩০ রান। শুরুতেই মিজানুর রহমান ব্যক্তিগত ৫ রানে রংপুরের পেসার আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হন এবং সৌম্য সরকারকে ফেরান ১১ রানে। অ্যালেক্স ব্লেককে ৪ রানে বোল্ড করে পাওয়ারপ্লেতে অন্য উইকেটটি নেন মাহেদী হাসান। উসমান গণি চতুর্থ উইকেট জুটি গড়েন মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে। মিথুন ১৫ বলে ১৪ রান করে আউট হন। পঞ্চম উইকেট জুটিতে উসমান গণি এবং অধিনায়ক নাসির ৫৫ রান যোগ করলে কিছুটা স্বস্তির স্কোর পায় ঢাকা। নাসির ২২ বলে ৩ চার ও ১ ছয়ে ২৯ রান করে রান আউটের ফাঁদে পা দেন।

নাসিরকে হারালেও আক্রমণ চালিয়ে যান উসমান গণি। শেষ ওভারে হারিস রউফ থেকে তুলে নেন ১৮ রান। যার ফলে উসমান গণির ৫৫ বলে ৭টি চার ও ৩টি ছয়ের সুবাদে করা ৭৩ রানে ভর করে ১৪৪ রানের দলিয় সংগ্রহ পায় ঢাকা।

রংপুরের পক্ষে ওমরজাই ২৭ রানের বিনিময়ে নেন ২ উইকেট। এছাড়াও মাহেদী এবং রাকিবুল হাসান নেন ১টি করে উইকেট। ম্যাচে হারিস রউফ ৪ ওভারে ৪৯ রান দিলেও কোনো উইকেট পাননি।

ঢাকার দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বলে শূন্য রান করে ফেরেন নাঈম। শুরুতে ধাক্কা খেলেও দলের হাল ধরেন রনি তালুকদার এবং মেহেদী হাসান। মেহেদী মাত্র ৪৩ বলে ৬টি চার ও ৫টি ছয়ে খেলেছেন অসাধারণ ৭২ রানের ইনিংস। তার এই ইনিংসের সুবাদে ম্যাচে অনেকটাই এগিয়ে যায় রংপুর। মেহেদীকে সাপোর্ট দেন রনি তালুকদার। ব্যক্তিগত ২৯ রান আসে রনির ব্যাট থেকে। শেষদিকে নওয়াজ  করেন ১৭ রান এবং ওমরজাই ১২ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন। ঢাকার পক্ষে সালমান ইরশাদ ২টি এবং আমির হামজা, আল আমিন ও সৌম্য নেন ১টি করে উইকেট। রংপুর রাইডার্স নিজেদের ৮ ম্যাচের মধ্যে পঞ্চম জয় তুলে নিয়ে পরের রাউন্ডের পথে আরেক ধাপ এগিয়ে গেল। দলটি এখন ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে অবস্থান করছে।

এনবিএস/ওডে/সি

news