টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্ততি ভালো হলো না বাংলাদেশের

ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে মাত্র ১০১ রানে থেমেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে এদিন অবশ্য সেটি পেরিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতির দল। তবুও কাটলো না বাংলাদেশের ব্যাটিংয়ের দুর্দশা। ভারত ও পাকিস্তানের কাছে হারের সঙ্গে ব্যাটারদের ব্যর্থতায় বিশ্বকাপের প্রস্তুতিটা ঠিকঠাক হলো না টাইগ্রেসদের।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগে ব্যাটিং করে রিচা ঘোষের ব্যাটিং তাণ্ডবে ৫ উইকেট ১৮৩ রান তোলে ভারত। জেমাইমা রদ্রিগেজ ৪১ রানে ফিরলেও ৯১ রানে অপরাজিত ছিলেন রিচা। জবাব দিতে নেমে জ্যোতির ৪০ ও মুর্শিদা খাতুনের ৩২ রানের পরও বাংলাদেশ থামে ৮ উইকেটে ১৩১ রানে। তাতে ভারতের কাছে হারে ৫২ রানে বাংলাদেশের মেয়েরা।

জয়ের জন্য ১৮৪ রান তাড়া করতে নেমে এদিন অবশ্য কোনো পরীক্ষা-নিরীক্ষা করেনি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে সালমা খাতুন ও সোবহানা মোস্তারিকে ওপেনিংয়ে দেখা গেলেও এদিন মুর্শিদা খাতুনের সঙ্গী ছিলেন শামীমা সুলতানা। নিজেদের পুরোনো ওপেনিং জুটিকে ফেরালে বাংলাদেশকে খানিকটা আশা দেখান শামীমা ও মুর্শিদা। তবে তাদের দুজনের জুটি ২৪ রানের বেশি করতে পারেননি।

রিচা ও জেমাইমা জুটি মিলে যোগ করেন ৯২ রান। জাহানারা আলমের বলে জেমাইমা ৪২ রান করে ফিরলে ভাঙে তাদের এই জুটি। এদিকে শেষ দিকে বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ভারতকে বড় পুঁজি এনে দেন রিচা। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছেন নাহিদা।

এনবিএস/ওডে/সি

news