টস জিতে ব্যাটিংয়ে নেমে বিপাকে অস্ট্রেলিয়া

অবশেষে মাঠে গড়ালো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যালান বোর্ডার-সুনীল গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট।

চার ম্যাচ সিরিজ শুরুর আগে থেকেই ভারতের পিচ নিয়ে গণমাধ্যমে সরব ছিলেন অস্ট্রলিয়ান বোর্ড ও ক্রিকেটাররা। তাদের অভিযোগ ছিল স্পিনারদের বাড়তি সুবিধা দেওয়ার জন্য পিচ শুকনো রাখা হচ্ছে। তবে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া।

ইনিংসের দ্বিতীয় ওভারেই পেসার মোহাম্মদ সিরাজের বলে লেগ বিফোরে আউট হয়েছেন উসমান খাজা। এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে সঙ্গ দিতে ক্রিজে আসেন মার্নাস লাবুশানে। কিন্তু তৃতীয় ওভারে মোহাম্মদ শামির করা দ্রুতগতির প্রথম বলে বোল্ড হয়ে সাঁজ ঘরে ফেরেন ওয়ার্নার।

মার্নাস লাবুশান ও স্মিথের ব্যাটে ভারতের বোলিং তোপের সামাল দেয়। দলকে ভরসা জোগানো দুই ব্যাটারের ২৩০ বলে ৮৬ রানের পর দুজন আউট হলে বিপাকে পড়ে অস্ট্রলিয়া।

দ্বিতীয় সেশনে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রানে ব্যাট করছে অস্ট্রলিয়া।

এনবিএস/ওডে/সি

news