সাকিবের নতুন প্রতিদ্বন্দ্বী পান্ডিয়া

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকার এখনো শীর্ষে সাকিব আল হাসান। ভারতের টি-টোয়েন্টি অধিনায়কের দ্বায়িত্ব পাওয়া হার্দিক পান্ডিয়া ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষের পারফর্মেন্স দিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।   

দ্বিতীয় স্থানে উঠে সাকিবকে চাপে ফেলছেন পান্ডিয়া। সাকিব আল হাসানে সঙ্গে পান্ডিয়ার রেটিং মাত্র দুই পয়েন্টের ব্যবধান। সাকিবের রেটিং পয়েন্ট ২৫২ এবং পান্ডিয়ার রেটিং পয়েন্ট ২৫০।

বিশ্বকাপে নিজের সামর্থ্যের প্রমান দিয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে প্রথম জয় উপহার দিয়েছিলেন সাকিব।  সে সময় বিশ্বকাপের পারফর্মেন্স দিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেন সাকিব।

ভারতের মাটিতে সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে ৩০ রান ও বল হাতে ১৬ রানে ৪ উইকেট নেন পান্ডিয়া। ওই পারফরম্যান্সের ফলে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে উঠেন তিনি।

শুধুমাত্র অলরাউন্ড তালিকাতেই নয়, ব্যাটিং-বোলিং তালিকাতেও পরিবর্তন হয়েছে পান্ডিয়ার। ব্যাটিং তালিকায় ৫০তম ও বোলিং তালিকায় ৪৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।

এনবিএস/ওডে/সি

news