বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি

দক্ষিণ আফ্রিকায় শুক্রবার পর্দা উঠছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। দশ দেশের অংশগ্রহণে আইসিসির এই আয়োজন। উদ্বোধনী দিনে একমাত্র খেলায় অংশ নিবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত ১১টায় কেপটাউনের নিউল্যান্ডসে খেলা শুরু হবে। এই আসরে বাংলাদেশ দল তাদের প্রথম ম্যাচ খেলবে ১২ ফেব্রুয়ারি। তাদের প্রতিপক্ষও শ্রীলঙ্কা। ভেন্যু এবং খেলার সময় একই। বিশ্বকাপের অন্যান্য দুলগুলো হচ্ছে- ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসাবে পেয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে। বিশ্বকাপে লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে একদমই ভালো করেনি বাংলাদেশ নারী দল। পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে হেরেছে দলটি। গা গরমের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ের আভাস দিলেও ভারতের বিরুদ্ধে দাঁড়াতে পারেনি টাইগ্রেসরা।

নিগার সুলতানা জ্যোতিরা পাকিস্তানের কাছে ৬ উইকেট এবং ভারতের কাছে ৫২ রানে হেরেছে। অধিনায়ক জ্যোতি বলেছেন, অনুশীলন ম্যাচের ফলাফল দিয়ে শক্তি বিচার করা যাবে না। আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করতে চাই। গ্রুপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে শক্ত প্রতিপক্ষ মানছেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের সম্ভাবনা দেখছেন তিনি। জ্যোতি মনে করেন, যেকোনো দলের বিরুদ্ধে সবাই অলরাউন্ড পারফরম করলে ম্যাচ জেতা সম্ভব। অনুশীলন ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে দল হেরেছে বলে তিনি মনে করেন।

এনবিএস/ওডে/সি

news