জাদেজা-অক্ষরের ব্যাটিংয়ে ২২৩ রানের লিড ভারতের

বোর্ডার-গাভাস্কার সিরিজের দ্বিতীয় দিনে ২৪০ রানে ৭ উইকেট তুলে নিয়েও ভারতকে বড় লিড থেকে আটকাতে পারেনি অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা আর অক্ষর প্যাটেল মিলে স্বাগতিকদের এনে দিলেন ৪০০ রানের সংগ্রহ।

নাগপুর টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১৩৯.৩ ওভারে ৪০০ করে অলআউট হয়েছে ভারত। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ১৭৭ রান। ফলে ২২৩ রানের বড় লিড পেয়েছে স্বাগতিকরা।

৭০ করে রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পরও অনেকটা সময় লড়াই চালিয়ে গেছেন অক্ষর প্যাটেল। সম্ভাবনা ছিল টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছোঁয়ারও।

কিন্তু অক্ষরকে সঙ্গ দিতে না পরায় সেই স্বপ্ন পূরণ করতে পারেননি। শতকের ১৬ রান বাকি থাকতে আউট হয়ে যান অক্ষর। ১৭৪ বলে সাজানো তার ৮৪ রানের ইনিংসে ১০টি বাউন্ডারির সঙ্গে ছিল একটি ছক্কা। এছাড়া মোহাম্মদ শামির ব্যাট থেকে আসে ৩৭।

এনবিএস/ওডে/সি

news