ড্রেসিং রুমে ধূমপান করায় সুজনকে বিসিবির জরিমানা

ক্রিকেট বহির্ভূত কর্মকাণ্ডের জন্য খুলনা টাইগার্সের কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয় বিসিবি।

বিপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১০ ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের সময় ড্রেসিং রুমে বসে ধূমপান করতে দেখা যায় খুলনা টাইগার্সের এই কোচকে। বিতর্কিত এই কাণ্ডের পর তার শাস্তির ব্যাপারটা অনুমিতই ছিল। তবে বিসিবির পক্ষ থেকে নিদির্ষ্ট করে প্রকাশ করা হয়নি শাস্তির কারণ। একযুগ ধরে বিসিবিতে থাকা কর্মকর্তার পক্ষ থেকে এমন আচারণে হতাশ করেছে বিসিবিকে।

বিসিবির কোড অব কন্ডাক্টের লেভেল-১ এর ২.২০ ধারা অনুযায়ী তাকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে নামের পাশে। খালেদ মাহমুদ সুজন শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির কোনো প্রয়োজন হয়নি।  

এনবিএস/ওডে/সি

news