পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে আজ খেলতে পারেন সাকিব

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসর সোমবার (১৩ ফেব্রুয়ারি) মাঠে গড়িয়েছে। এর মধ্যেই সুখবর পেয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। পিএসএলের প্লেয়ার্স ড্রাফট থেকে সাপ্লিমেন্টারি ক্রিকেটার হিসেবে তিনে এবারের আসরে দল পেয়েছেন। বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।

সোমবার সাকিবের দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ক্রিকেটপাকিস্তান ও ফ্র্যাঞ্চাইজি ক্লাব পেশোয়ার জালমি।

পিএসএলে সাকিব আল হাসান পরিচিত মুখ। এর আগেও একাধিক আসরে খেলেছেন তিনি। ২০১৬ সালে করাচি কিংস ও ২০১৭ সালে পেশোয়ার জালমির হয়ে তিনি মাঠ মাতাবেন।

পিএসএলে মোট পাঁচ ম্যাচ খেলার সুযোগ হচ্ছে সাকিবের। ১৪ ফেব্রæয়ারির পর ১৭, ২০, ২৩ ও ২৬ ফেব্রæয়ারির ম্যাচগুলো খেলতে সাকিবকে অনাপত্তিপত্র দেয়া হয়েছে।

যদিও সাকিবকে পুরো আসর জুড়ে পাওয়া যাবে না। কেননা একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ। যে কারণে সাকিব খেলবেন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে পেশোয়ার জালমি। সেখানেই দেখা যেতে পারে সাকিবকে।

এবারের বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার। ১১ ইনিংসে ব্যাট হাতে ৩৭৫ রান করেছেন। বল হাতে ১৩ ইনিংসে নিয়েছেন ১০ উইকেট। ব্যাটিংয়ে এবার সাকিব আগের সব আসরের পারফরম্যান্সকে ছাড়িয়ে গেছেন। এর আগে কেবল দুইবারই তিন’শ-এর বেশি রান করেছিলেন।

পিএসএল শেষে তাকে দেশে ফিরতে হবে। পহেলা মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে থ্রি লায়ন্সরা বাংলাদেশে আসছে। এর পরপরই আয়ারল্যান্ড সিরিজ।

মুলতান সুলতান ও লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর শুরু হয়েছে সোমবার। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১২ মার্চ। এরপর প্লে-অফের লড়াই ১৫, ১৬ ও ১৭ মার্চ। ১৯ মার্চ ফাইনাল এবং এর আগে প্লে-অফ সবই লাহোরে অনুষ্ঠিত হবে।

এনবিএস/ওডে/সি

news