ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন কিউই তারকা কাইল জেমিসন

নিউজিল্যান্ড দলে অভিষেক হওয়ার অল্প দিনেই নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়ে ছিলেন বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন। নিউজিল্যান্ডকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা জেতাতে মূল ভূমিকায় ছিলেন এই অলরাউন্ডার।

গত বছর ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে যায় জেমিসন। দীর্ঘ ৮ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথে ছিলেন কাইল জেমিসন। নিউজিল্যান্ড তাদের ইংল্যান্ড সিরিজের দলে রেখেছিল তাকে। কিন্তু ইনজুরিটা আবার নতুন করে ভোগাচ্ছে জেমিসনকে। তাই ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দল থেকে ছিটকে গেলেন ২৮ বছর বয়সী পেসার।
জেমিসন পুরো সিরিজ থেকে বাদ পড়েছেন। আরেক পেসার ম্যাট হেনরি বে ওভালে প্রথম টেস্ট খেলতে পারবেন না। প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় তিনি। তাদের স্থলাভিষিক্ত করা হয়েছে জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইনকে।

ডাফি নিউজিল্যান্ডের ইংল্যান্ড সফরে দলের সঙ্গে গিয়েছিলেন। তবে এখনো টেস্ট ক্যাপ পাননি। সম্প্রতি ২২ উইকেট নিয়ে প্লাঙ্কেট শিল্ডের দ্বিতীয় সেরা বোলার তিনি। অন্যদিকে কুগেলেইন ৩২.৫২ গড়ে ২৭৪ প্রথম শ্রেণির উইকেট নেন। ১৬ ফেব্রুয়ারি প্রথম টেস্ট সামনে রেখে দুজনই মঙ্গলবার মাউন্ট মঙ্গানুইয়ে দলের সঙ্গে যোগ দেন।

এনবিএস/ওডে/সি

news