বাবর আজমের চেয়েও বেশি পারিশ্রমিক পান ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা

নারী প্রিমিয়ার লিগ আয়োজন করে মেয়েদের ক্রিকেটে বিপ্লবই ঘটাল ভারত। কোটি টাকা খরচ করে ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নেয়ার পরই আঁচ করা গিয়েছিল ক্রিকেটারদের নিলামেও নতুন ইতিহাস দেখা যাবে। হয়েছেও তাই। ভারত জাতীয় নারী দলের ব্যাটার স্মৃতি মান্ধানাকে সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

যার জন্য আরসিবি খরচ করেছে ৩ কোটি ৪০ লাখ রুপি। ভারতের একমাত্র ক্রিকেটার হিসেবে ৩ কোটির বেশি পারিশ্রমিক পাবেন স্মৃতি। এ ছাড়া দীপ্তি শর্মা ২ কোটি ৬০ লাখ, জেমাইমা রদ্রিগেজ ২ কোটি ২০ লাখ ও শেফালি ভার্মা পাবেন ২ কোটি রুপি পারিশ্রমিক।
 ক্রিকেটে ঐতিহাসিক এই ক্ষণের পর স্মৃতি-দিপ্তি-জেমাইমাদের সঙ্গে আলোচনায় এসেছে আরও একটি নাম। সেটা বাবর আজমের। বলা যায় ক্রিকেট সমর্থকরা জোর করেই বাবর আজমকে আলোচনায় টেনে এনেছেন। তুলনা করা হচ্ছে নারী প্রিমিয়ার লিগে পারিশ্রমিকের সঙ্গে পিএসএলের পারিশ্রমকের।

পিএসএলের অষ্টম আসরে সর্বোচ্চ ক্যাটাগরিতে পারিশ্রমিক হিসেবে ১ লাখ ৭০ হাজার ডলার পাবেন বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিরা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১ কোটি ৪০ লাখ রুপি। স্মৃতি মান্ধানা প্রিমিয়ার লিগে যে অর্থ পাবেন, তার অর্ধেকেরও কম পারিশ্রমিকে খেলছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার। আর এটা নিয়েই সামাজিক মাধ্যমে ট্রলে মেতে উঠেছেন অনেকে।

শুধু ভারতের ক্রিকেটাররাই না, ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মেয়েরাও চড়া পারিশ্রমিকে খেলবেন নারী প্রিমিয়ার লিগ। অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ও ইংল্যান্ডের অলরাউন্ডার নাটালি সাইভার ৩ কোটি ২০ লাখ রুপির চুক্তি পেয়েছেন। নারী প্রিমিয়ার লিগে অংশ নিচ্ছে ৫টি ফ্র্যাঞ্চাইজি। ৮৭ জন ক্রিকেটারকে কিনতে দলগুলোর সম্মিলিত খরচ হয়েছে প্রায় ৬০ কোটি রুপি।

এনবিএস/ওডে/সি

news