বিপিএলের ফাইনালে বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার মুখোমুখি সিলেট

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় বিপিএলের নবম আসরের ফাইনালের পর্দা নামতে চলেছে। শিরোপা ঘরে তোলার মহা লড়াইয়ে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে মাঠে নামবে মাশরাফির সিলেট।

উদ্বোধনী অনুষ্ঠানে বড় চমক না থাকলেও ফাইনাল ঘিরে থাকছে বিসিবির বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর আগে হবে কনসার্ট, বিপিলের ফাইনালের মঞ্চ মাতাবেন জেমস-ওয়ারফেজের মতো দেশসেরা ব্যান্ড তারকারা। ম্যাচ শেষে আতশবাজির আলোতে বরণ করা হবে নবম আসরের চ্যাম্পিয়ন দলকে।

এর আগে হাড্ডাহাড্ডি লড়ায়ের মধ্যদিয়ে ফাইনালে উঠেছে গ্রুপ পর্বের শীর্ষে থাকা দুই শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। রিজওয়ান-নাসিমরা দেশে ফিরে যাওয়ায় বিপাকে পড়ে কুমিল্লা। কিন্তু শেষ মূহুর্তে নারিন, রাসেল ও মঈন আলীকে দলে টেনে চমক দেখিয়ে চতুর্থ শিরোপা জিততে ফাইনালে সালাউদ্দিনের ছাত্ররা। একাদশে বড় তারকাদের নাম থাকায় বাড়তি ভরসা দিচ্ছে লিটন-ইমরুল কায়েসদের।

অন্যদিকে, দলে বড় তারকাদের নাম না থাকলেও অভিজ্ঞ প্যারিরা ও বার্লের ওপরেই ভরসা সিলেটের। শান্ত, তৌহিদ ও জাকিরের ব্যাটে আলো ছড়ানোর অপেক্ষা সিলেট। দলের প্রয়োজনে ব্যাট, বোল ও বুদ্ধিমত্তায় প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারেন ক্যাপ্টেন মাশরাফি। প্রথম বার ফাইনালে সিলেট শিরোপা জিততে বিন্দুমাত্র ছাড় দিতে চাইনা ম্যাশ।

বিপিএলের নমব আসেরর চ্যাম্পিয়ন দল পাবেন ২ কোটি টাকা এবং রানার্সআপ দল ১ কোটি টাকা পাবেন। সেরা ব্যাটিং ও সেরা বোলিংকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা। আসরের সেরা খেলোয়াড় পাবেন ১০ লক্ষ টাকা পুরস্কার।

এনবিএস/ওডে/সি

news