ফিক্সিংয়ের কালো ছায়ায় বাংলাদেশ নারী ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেটে আবারো ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এবার বিশ্বকাপ সফররত জাতীয় নারী ক্রিকেটার লতা মণ্ডলকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন জাতীয় দলের বাইরে থাকা আরেক ক্রিকেটার সোহেলী আক্তার।

সোহেলী এর আগে বিশ্বকাপের কোয়ালিফাই রাউন্ডে খেলেছেন। খেলেছেন এশিয়া কাপেও। তবে বিশ্বকাপে যাননি। এশিয়া কাপেই সোহেলীর কাছে অস্ট্রেলিয়া থেকে আকাশ নামের এক ব্যক্তির কাছ থেকে ওয়াইড বল করার প্রস্তাব এসেছিল একটি ওয়াইড বল দেয়ার জন্য এবং ওই ওয়াইড বল দিতে পারলে তাকে আর্থিকভাবে সুবিধা দেয়া হবে এমন প্রস্তাব দেয়া হয়েছিল।

পরবর্তীতে তাকে প্রশ্ন করা হলে তিনি লতা মণ্ডলকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেন। কিন্ত তার দাবি জুয়াড়ির সঙ্গে চ্যালেঞ্জ করে তিনি লতাকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন।  যদিও সোহেলী নিজেকে মধ্যস্থতাকারী বলে দাবি করেছেন। বিশ্বকাপের স্কোয়াডে থাকা লতা মন্ডলকে ফোন করে প্রস্তাব দিয়েছেন হিট আউট হওয়ার জন্য। যদি তিনি হিট আউট হন, তাহলে তার অ্যাকাউন্টে ২০ থেকে ২৫ লাখ টাকা চলে যাবে।

আইসিসি নিয়ম অনুসারে জুয়াড়িদের এমন প্রস্তাবের তথ্য সঙ্গে সঙ্গে অ্যান্টি করাপশন ইউনিটকে সরাসরি জানাতে হবে। তবে সোহেলী এমন কোনো কিছুই করেননি। এমনকি বিসিবিকেও বিষয়টি অবগত করেনি এই ক্রিকেটার।

এনবিএস/ওডে/সি

news