নেতৃত ছাড়ার পর দল থেকে বাদ পড়লেন মোহাম্মদ নবী

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতায় নেতৃত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন মোহাম্মদ নবী। এই সিদ্ধান্তের পর দলেও গুরুত্ব হারিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাকে বাদ দিয়ে দলকে নতুন করে ঢেলে সাজানো হয়েছে । গত বিশ্বকাপ থেকে এই দলে পরিবর্তন আনা হয়েছে ৭টি।

রহমত শাহ ও জহির খান ওয়ানডেতে নিয়মিত হলেও টি-টোয়েন্টিতে এখনও অভিষেক হয়নি। সেই সম্ভাবনাতে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজটিতে তাদের জায়গা দেওয়া হয়েছে। বিপিএলে ভালো খেলে দলে জায়গা করে নিয়েছে করিম জানাত। দলের নতুন মুখ আফসার জাজাই, নুর আহমেদ ও নিজাম মাসুদ।

মোহাম্মদ নবী ছাড়াও বাদ পড়াদের তালিকায় আছে বিদেশি লিগ খেলে বেড়ানো কায়েস আহমেদ, দারউইশ রাসুলি, মোহাম্মদ সালিম, উসমান গনির নাম।
৫ বছরের জন্য দুই বোর্ডের সমঝোতা চুক্তির আওতাতে অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি হবে বৃহস্পতিবার। সবগুলো ম্যাচ আবুধাবিতে অনুষ্ঠিত হবে। ওই চুক্তিতে বলা আছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করবে। পাশাপাশি তাদের অবকাঠামোগত ও লিজিস্টিক সহায়তাও প্রদান করবে।

আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমারজাই, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, নিজাত মাসুদ, নুর আহমেদ, রহমত শাত, শরফুদ্দিন আশরাফ ও জহির খান।

এনবিএস/ওডে/সি

news