অধিনায়ক হিসেবে বাবর আজমের বিকল্প হতে পারে শাদাব

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিককালে পাকিস্তানের পারফরম্যান্সকে খুব একটা খারাপ বলা চলে না। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে সবশেষ বিশ্বকাপেও ফাইনাল খেলেছে পাকিস্তান। তবে লাল বলের ক্রিকেটে পাকিস্তানের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না।

সাম্প্রতিককালে দেশের মটিতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাবর আজমের দল। একমাত্র সাফল্য হিসেবে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্রয়ের কথাই বলা যেতে পারে। এমন অবস্থায় পাকিস্তানের সাবেকদের অনেকেই মনে করেন, অন্তত টেস্টের অধিনায়কের পদ থেকে বাবরের সরে যাওয়া উচিত।

নেতৃত্ব ছাড়া নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানের এই অধিনায়ককে। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজের সময় সাংবাদিকদের এমন প্রশ্নে বিরক্তিও প্রকাশ করেছিলেন বাবর। সে সময় বাবর নেতৃত্ব নিয়ে কিছু না বললেও এবার বাবর আজমের সম্ভাব্য বিকল্পের নাম বলে দিয়েছেন পাকিস্তান দলের অলরাউন্ডার হাসান আলী।

বাবরের সতীর্থ হাসান আলী নেতৃত্বের প্রশ্নে তার বিকল্প হিসেবে বলছেন লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানের নাম। পিএসএল উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসানের কাছে জিজ্ঞেস করা হয়, অধিনায়কত্বের জন্য শাদাব প্রস্তুত কি না।

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি, তিনি  (শাদাব খান) অধিনায়কত্বের জন্য প্রস্তুত। তিনি পিএসএলে অধিনায়কত্ব করে এরই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে পাকিস্তান দলকেও দুয়েকবার নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে তার। সুতরাং আমার মনে হয় শাদাব নেতৃত্বের জন্য প্রস্তুত। তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং নিজের সেরাটা দিতে চায়।

শাদাব খান ২০১৯ সালে পিএসএলে অধিনায়কত্ব করেছিলেন। পাকিস্তান জাতীয় দিলে সাদা বলের খেলায় তিনি বাবর আজমের ডেপুটি হিসেবে দায়িত্বও পালন করছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তার অবর্তমানে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন শান মাসুদ। তবে পাকিস্তান দল ও ইসলামাবাদ ইউনাইটেডে শাদাবের সতীর্থ হিসেবে খেলা হাসানের পছন্দ শাদাবই

এনবিএস/ওডে/সি

news