টেস্টে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম দিনেই টি-টোয়েন্টির ব্যাটিং তান্ডব ইংলিশ ব্যাটাদের

নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডকে। ব্যাট করতে নেমে শুরু থেকেই তাণ্ডব শুরু করে ইংলিশ ব্যাটাররা। ১৮ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। এরপর বেন ডাকেট এবং ওলি পোপের ব্যাটিং তান্ডবে ঝড়ো গতিতে রান তুলতে থাকেন। ৬৮ বলে ৮৪ রান করে আউট হন বেন ডাকেট।

৬৫ বলে ৪২ রান করে আউট হন ওলি পোপ। টেস্টের সেরা ব্যাটার জো রুট ২২ বলে ১৪ রান করে সাঁঝ ঘরে ফেরেন। ৮১ বলে ৮৯ রান করেন আউট হন হ্যারি ব্রুক। অধিনায়ক বেন স্টোকস ২৮ বলে ১৯ রান করেন । ৫৬ বলে ৩৮ রান করে আউট হন বেন ফোকস। ১১ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন ওলি রবিনসন।

প্রথম দিনের ৫৮.২ ওভারে ৩২৫ রান করে ৯ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। নিউজিল্যান্ডের পক্ষে ওয়াগনার সবোর্চ্চ ৪ উইকেট শিকার করেন। টিম সাউদি ও স্কোট দুটি কওে উইকেট শিকার করেন।

কোচ হিসেবে ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক হিসেবে বেন স্টোকস দায়িত্ব নেয়ার পর যেন ইংল্যান্ড দলের টেস্ট খেলার কৌশল পুরোপুরি পাল্টে গিয়েছে। এখনও পর্যন্ত এই জুটির অধীনে ইংল্যান্ড যেভাবে টেস্ট খেলে যাচ্ছে, তাতে ক্রিকেটের সবচেয়ে অভিজাত এই সংস্করণটি তার ঐতিহ্যই সম্ভবত হারিয়ে না বসে।
৩২৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৩ রানেই দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ কিউইদের।

এনবিএস/ওডে/সি

news