টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠালো কুমিল্লা

বিপিএলের নবম আসেরর ফাইনালে শক্তিশালী কুমিল্লার বিপক্ষে মাঠে নামছে আরেক শক্তিশালী সিলেট স্ট্রাইকার্স। শিরোপা জিততে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত কুমিল্লার।

বিপিএলের এবারের আসরে শুরু থেকেই অধিনায়ক মাশরাফির অধিনে দাপট দেখাই সিলেট। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে সিলেট। কুমিল্লার কাছে প্রথম কোয়ালিফায়ারে হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ঘুরে দাঁড়ায় সিলেট। রংপুরকে হারিয়ে ফাইনালে মাশরাফির দল।

অন্যদিকে কুমিল্লা আসরের শুরুটা ভালো না করলেও ঘুরে দাঁড়ায় কুমিল্লা। পর ম্যাচ জিতে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে ওঠে কুমিল্লা। শেষ মূর্হুতে রাসেল, নারিন ও মঈন আলীকে দলে টেনে চমক দেখিয়ে চতুর্থ শিরোপা জিততে  ফাইনালে নাফিজা কামালের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক, তানভির ইসলাম, জাকের আলী, মুকিদুল ইসলাম, অ্যান্ড্র রাসেল, সুনীল নারিন, মঈন আলী ও জনসন চালর্স

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হাসান শান্ত,  তৌহিদ হৃদয়, জাকির হোসেন, তানজিম হাসান, রুবেল হোসেন, রাইয়ার বার্ল, লুক উড, লিন্ডে ও তিসারা প্যারেরা।

এনবিএস/ওডে/সি

news