ভুল টেস্ট র‌্যাঙ্কিংয়ের জন্য  ক্ষমা চাইলো আইসিসি

বুধবার (১৫ ফেব্রুয়ারি) টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে এক নম্বর দল হিসেবে দেখা যায় ভারতকে। কয়েক ঘণ্টা পরই অবশ্য আরেকবার টেস্ট র‌্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। যেখানে এক নম্বর দল হিসেবে দেখা যায় অস্ট্রেলিয়াকে। আইসিসির বিবৃতিতে জানানো হয়, আগের র‌্যাঙ্কিংটি ভুল ছিল। অনিচ্ছাকৃত ভুলে ক্ষমাও চায় আইসিসি।

ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এক নম্বর দল ভারত। টেস্টেও তাদের এক নম্বর হওয়ার খবরটি ছড়িয়ে পড়ে দ্রুত। কেননা তিন সংস্করণে এক নম্বর দলই হয়ে গিয়েছিল ভারত। যদিও কয়েকঘণ্টা পর ভুল ভাঙে আইসিসির বিবৃতিতে। যেখানে তারা বলেছে, টেকটিক্যাল ভুলের কারণে কিছু সময়ের জন্য টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতকে শীর্ষস্থানে দেখানো হয়েছে। আইসিসি ভুল স্বীকার করেছে। অনভিপ্রেত এমন ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে তারা।

আর তাই দক্ষিণ আফ্রিকার পর মাত্র দ্বিতীয় দল হিসেবে তিন সংস্করণে এক নম্বর দল হওয়া হলো না ভারতের। তাদের রেটিং পয়েন্ট ১১৫। অপরদিকে ২৯ ম্যাচে ১২৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়াই।

এনবিএস/ওডে/সি

news