বাংলাদেশ ঘরের মাটিতে খুবই ভালো দল: মঈন আলী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএল  নবম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জয়ে দলের ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলকে ভরসা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।

চলতি মাসের ২৪ তারিখ দলের সঙ্গে আবারও বাংলাদেশে আসবেন এই ইংলিশ অলরাউন্ডার। তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

ফাইনাল ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মঈন আলী বলেন, বাংলাদেশ সফর সব সময়ই কঠিন। ঘরের মাঠে ওরা খুবই ভালো দল। তবে আমরাও ভালো দল। আশা করি, সিরিজটা অনকে ভালো হবে।

তিনি আরো বলেন, এবার আমার বিপিএলে আসার একটা কারণ আসন্ন সিরিজ। এখানে আমাদের খেলা আছে। সামনে আবার ভারতে বিশ্বকাপও আছে। আমি চাচ্ছিলাম, এ ধরনের কন্ডিশনে বেশি বেশি খেলে অভ্যস্ত হতে। এই ম্যাচ গুলোর অভিজ্ঞা অবশ্যই আমাদের বড় টুর্নামেন্টে সাহায্য করবে।

উইকেট সর্ম্পকে প্রশ্ন করলে মঈন আলী বলেন, আমাদের জন্য উইকেট অতটা গুরুত্বপূর্ণ না। আমাদের দলে অনেক ভালো মানের ক্রিকেটার আছে, যারা এ ধরনের কন্ডিশনে খেলেছে, ভালো করেছে। আমরা অনেক দিন ধরে একসঙ্গে খেলছি। ভিন্ন ভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট অভিজ্ঞতা আছে। বাংলাদেশে উইকেট যেমনই হোক আমরা মানিয়ে নিতে পারবো। কারণ আমরাও যথেষ্ট ভালো দল।৩

এনবিএস/ওডে/সি

news