ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন চেতন শর্মা

ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গত কয়েক দিন ধরে সংবাদের শিরনাম হয়েছিলেন। বিভিন্ন বিতর্কিত মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন এই সাবেক ক্রিকেটার।  সম্প্রতি জি টিভির ‘স্টিং’ অপারেশনের ফাঁদে পড়েন চেতন। স্বাভাবিক ভাবেই এই ঘটনার পর শোরগোল পড়ে যায়। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ড জানায়, জাতীয় নির্বাচক প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন চেতন শর্মা। ইতোমধ্যেই পদত্যাগ পত্র বোর্ড সচিব জয় শাহর কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এও জানা গিয়েছে, সেই পদত্যাগ পত্র গ্রহণও করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

সম্প্রতি ইডেনে রঞ্জি ট্রফির ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন চেতন শর্মা। তার ২৪ ঘন্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি। তবে এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই মনে করছে, ভারতীয় দলের অভ্যন্তÍরীন কথাবার্তায় সামনে আনতেই পদত্যাগ করতে হয়েছে তাকে। আবার এও শোনা যাচ্ছে, সম্ভবত বোর্ডের চাপেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। অবশ্য এই বিষয়ে বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের খারাপ পারফরম্যান্সের পর চাকরি হারাতে হয় তাকে। চেতন শর্মার নেতৃত্বাধীন কমিটিকে ছেঁটে ফেলে বিসিসিআই। বাধ্য হয়েই নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিসিসিআই। অনেক প্রাক্তন ক্রিকেটার নির্বাচক হওয়ার জন্য আবেদনও করেন।

কিন্তু তাদের মধ্যে থেকে ফের বেঁছে নেওয়া হয় চেতন শর্মাকে। নতুন কমিটি নিয়ে দ্বিতীয়বার যাত্রা শুরু করেন চেতন। কিন্তু সেই পথ মসৃন হল না। দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই ফের দায়িত্ব হারালেন তিনি।

এনবিএস/ওডে/সি

news