দিল্লি টেস্টের প্রথম দিনে ২৬৩ রানে অলআউট অস্ট্রেলিয়া

বোর্ডার-সুনীল গাভাস্কার চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে দিল্লিতে ভারতের বিপক্ষে মাঠে নামে আস্ট্রেলিয়া।এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অজিরা। ব্যাটিংয়ে নেমে ২৬৩ রানে প্রথম দিনেই অলআউট হয় অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করলেও ৫০ রানে ওয়ারনারের উইকেট হারায় আস্ট্রেলিয়া। উসমান খাজাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করে ল্যামবুশেন। ব্যাক্তিগত ১৮ রান করে ফেরেন  ল্যামবুশেন। এদিন ডাক আউট হয়ে সাঁজ ঘরে ফেরেন স্মিথ। পিটার হ্যান্ডসকমকে সঙ্গে নিয়ে ইনিংস বড় করেন খাজা। খাজা ৮১ রান করে আউট হলে অধিনায়ক কাউমিন্সের ব্যাটিং চেষ্টা। স্কোর বোর্ডে ৩৩ রান যোগ করে আউট হয় অজি অধিনায়ক। হ্যান্ড্সকমের ৭২ রানের অপরাজিত ইনিংসে ২৬৩ রানের লিড নিয়ে অলআউট হয় অস্ট্রেলিয়া।

প্রথম দিনেই ভারতের বোলিং তোপে বিধ্বস্ত অস্ট্রেলিয়া। অজিদের অলআউট করে দ্বিতীয়ে টেস্টে জয়ের পথে একধাপ এগিয়ে গেল ভারত। মোহাম্মদ শামি সবোর্চ্চ ৪ উইকেট শিকার করেন। দলের দুই স্পিন শক্তি জাদেজা ও অশ্বীন তিনটি করে উইকেট শিকার করেন।

প্রথম দিনের শেষ সময়ে ব্যাটে নামে ভারত। নয় ওভার ব্যাট করে উইকেট না হারিয়ে ২১ রান করে দিল্লি টেস্টের প্রথম দিন শেষ করেছে ভারত।

এনবিএস/ওডে/সি

news